নিরীক্ষা কাজের সমরূপতা আনয়নের জন্য আন্তর্জাতিক নিরীক্ষা কাযক্রম কমিটি
(আইএপিসি) ১৯৯১ সাল পযন্ত মোট ২৯ টি নিরীক্ষামান প্রণয়ন করেছিল যার সার সংক্ষেপ ছিল
নিম্নরূপঃ
আইএসএ- ১: আর্থিক বিবরণীসমূহের নিরীক্ষার উদ্দেশ্য ও আওতা।
আইএসএ- ২: নিরীক্ষা সংক্রান্ত লিখিত চুক্তিপত্র।
আইএসএ- ৩: নিরীক্ষা কায পরিচালনা বা নিয়ন্ত্রণ নীতিমালা।
আইএসএ- ৪: নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন।
আইএসএ- ৫: অন্য একজন অডিটরের কাজ ব্যবহার।
আইএসএ- ৬: নিরীক্ষা সম্পর্কিত হিসাব পদ্ধতি ও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ নিয়ন্ত্রন ব্যবস্থার
সমীক্ষা ও মুল্যায়ন।
আইএসএ- ৭: নিরীক্ষা কাজের গুণগত মান নিয়ন্ত্রণ।
আইএসএ- ৮: নিরীক্ষা প্রমাণপত্র।
আইএসএ- ৯: দলিলপত্রাদি সংরক্ষণ।
আইএসএ- ১০: অভ্যন্তরীণ নিরীক্ষকের কাজ ব্যবহার।
আইএসএ- ১১: জুয়াচুরি ও ভুল।
আইএসএ- ১২: বিশ্লেষণাত্মক পযালোচনা।
আইএসএ- ১৩: আর্থিক বিবরণীর উপর নিরীক্ষকের প্রতিবেদন।
আইএসএ- ১৪: নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহের দলিলপত্রে অন্যান্য তথ্য।
আইএসএ- ১৫: ইলেকট্রনিক উপায়ে প্রক্রিয়াজাত উপাত্ত বিষয়ে নিরীক্ষা কাযক্রম।
আইএসএ- ১৬: কম্পিউটারের সাহায্যে সুষ্ঠু নিরীক্ষা কৌশলসমূহ।
আইএসএ- ১৭: সংশ্লিষ্ট পক্ষসমূহ।
আইএসএ- ১৮: বিশেষজ্ঞের কাজে ব্যবহার।
আইএসএ- ১৯: নিরীক্ষার নমুনায়ন।
আইএসএ- ২০: হিসাব পদ্ধতি ও তৎসম্পর্কিত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সমীক্ষা ও মূল্যায়নে
ইডিপি পরিবেশের প্রভাব।
আইএসএ- ২১: নিরীক্ষা প্রতিবেদনের তারিখ উদ্বর্তপত্র তৈরির পত্রের ঘটনাসমূহ, উদ্বর্তপত্র
ইস্যূর তারিখের পরে উদঘাটিত সত্য তথ্য।
আইএসএ- ২২: ব্যবস্থাপনা কর্তৃক প্র্রতিনিধিত্বকরণ।
আইএসএ- ২৩: চলমান প্রতিষ্ঠান।
আইএসএ- ২৪: বিশেষ উদ্দেশ্য নিরীক্ষকের প্রতিবেদন।
আইএসএ- ২৫: আপেক্ষিকতা ও নিরীক্ষার ঝুঁকি।
আইএসএ- ২৬: হিসাব প্রকল্পসমূহের নিরীক্ষা।
আইএসএ- ২৭: সম্ভাব্য আর্থিক তথ্যের পরীক্ষা।
আইএসএ- ২৮: গত বছরের নিরীক্ষা কাযক্রমের প্রাথমিক জেরসমূহ।
আইএসএ- ২৯: সহজাত ও নিয়ন্ত্রণ ঝুঁকি নিরূপণ ও স্বাভাবিক প্রক্রিয়াসমূহের উপর প্রভাব।
কিন্তু পরবর্তিতে আন্তর্জাতিকভাবে নিরীক্ষা কাযক্রম ছড়িয়ে দেওয়া ও সারা
বিশ্বে নিরীক্ষা সেবার মানের সমতা বিধান ও এই পেশার ভাবমূর্তি উন্নয়নের জন্য ICAEW
কর্তৃক প্রণীত ও বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক স্বীকৃত ও গৃহীত মানগুলো
যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সফলতার সঙ্গে নির্দেশনা দিয়ে আসছে বহু বছর ধরে ও আগামীতেও
তা ধরে রাখবে। AICPA কর্তৃক মানসমূহ স্বীকৃতি প্রদান করেছে ও প্রতিনিয়ত তা নিয়ে গবেষণা
ও পুনঃবিবেচনা চালিয়ে যাচ্ছে, যা এই পেশার সাথে সংশ্লিষ্ট সবার জন্য সুখবর। বাংলাদেশের
হিসাববিজ্ঞানও নিরীক্ষা সেবার নিয়ন্ত্রণ সংস্থা ICAB কর্তৃক ISA থেকে বাংলাদেশে প্রযোজ্য
মানগুলো গৃহীত হচ্ছে।
Post a Comment