বিনিয়োগ খাতে কর রিবেট পেতে হলে আপনাকে ৩০শে জুন ২০২৪ তারিখের পূর্বেই নিম্নলিখিত খাতে বিনিয়োগ সম্পন্ন করতে হবে:
১। জীবন বিমার প্রিমিয়াম,
২। সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট
ফান্ডে চাঁদা,
৩। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা
ও কর্মকর্তার চাঁদা,
৪। কল্যান তহবিল ও গোষ্ঠী বিমা
তহবিলে চাঁদা,
৫। সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত
চাঁদা,
৬। ডিপিএসে সর্বোচ্চ ১,২০,০০০/-
টাকা বিনিয়োগ,
৭। সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০/-
টাকার বিনিয়োগ,
৮। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার,
ষ্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ,
৯। জাতির পিতার স্মৃতি রক্ষার্থে
প্রতিষ্ঠানে অনুদান,
১০। যাকাত তহবিলে দান,
১১। জারাবো অনুমোদিত দাতব্য হাসপাতালে
দান,
১২। প্রতিবন্ধীদের কল্যানে স্থাপিত
প্রতিষ্ঠানে দান,
১৩। মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত
দান,
১৪। ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার
হাসপাতালে দান,
১৫। ICDDRB এ প্রদত্ত দান,
১৬। CRP, সাভারে প্রদত্ত দান,
১৭। সরকার অনুমোদিত জনকল্যাণ মূলক
বা শিক্ষা প্রতিস্ঠানে দান,
১৮। এশিয়াটিক সোসাইটিতে প্রদত্ত
দান,
রিবেটের পরিগণনা:
ক) মোট আয় * ০.০৩ অথবা
খ) অনুমোদন যোগ্য বিনিয়োগ বা দান
* ০.১৫ অথবা
গ) ১০,০০,০০০/- টাকা
এই তিনটির মধ্যে যেটি কম।
Post a Comment